Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাযার্লয়

রাজবাড়ী সদর,রাজবাড়ী। 

সেবাসমূহ

ক্রমিক

সেবার খাতসমুহ

 

সেবার ধরণ

 

০১।

গ্রামীণ অবকাঠামো সংস্কার -(কাবিখা/কাবিটা -সাধারণ/ বিশেষ)

ক) সরকারী বরাদ্দের মাধ্যমে  গ্রামীণ  ছোট  ছোট রাস্তা সংস্কার/উন্নয়ণ ।

খ) জনকল্যানমুলক প্রতিষ্ঠানের মাঠ  ভরাট/সংস্কার।

 

০২।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর- সাধারণ/বিশেষ )

ক) সরকারী বরাদ্দের মাধ্যমে গ্রামীণ ছোট ছোট  রাস্তা মেরামত/উন্নয়ন।

খ) জনকল্যানমূলক প্রতিষ্ঠানের মাঠ ভরাট/ উন্নয়ন/  মেরামত।

 

০৩।

গ্রামীণ রাস্তায় ছোট ছোট ব্রীজ/কালভার্ট  নির্মাণ।

ক) গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য অনুর্ধ ৪০-০০ ফুট দৈর্ঘ্য পযর্ন্ত ব্রীজ  নির্মাণ।

 

০৪।

বহুমুখি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ / সংস্কার।

ক) দূর্যোগকালীণ সময়ে জনগনের আশ্রয় ও   প্রাণি   সম্পদ রক্ষা ।

খ) সাধারণ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার ।

 

০৫।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী

ক) সরকারী নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী  ইউনিয়ন পরিষদের মাধ্যমে  হত  দরিদ্রদের   

    তালিকা প্রনয়ন ।

খ)  সরকারী বিধি মোতাবেক প্রকল্প প্রণয়ন ও  বাস্তবায়ন ।

গ) তালিকাভুক্ত উপকারভোগীদের নিজস্ব  ব্যাংক হিসাবের মাধ্যমে শ্রম মজুরী প্রাদান ।

 

০৬।

জলবায়ু ট্রাষ্টের আওতায় প্রাপ্ত সরকারী বরাদ্দ ব্যয় ।

ক) বরাদ্দ প্রাপ্তির পর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী  প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ।

খ)

 

 

০৭।

আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন / সংস্কার ।

ক)  ভুমিহীন জনগোষ্ঠির জন্য আবাসনের   ব্যবস্থা গ্রহণ ।

খ)

 

০৮।

বিশেষ ভি,জি,এফ কর্মসুচী

 ক) সরকারী নির্দেশনা  অনুযায়ী  অসহায়/দুঃস্থ/   প্রতিবন্ধিদের তালিকা প্রস্তুত করা  ।

খ) তালিকা অনুযায়ী খাদ্য সহায়তা প্রদান ।

০৯।

প্রাকৃতিক দুযোর্গ  ও মানব সৃষ্ট দুর্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

( ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভুমিকম্প, সুনামি, ভুমিধ্বস অগ্নিকান্ড, খরা ইত্যাদি )

ক)  দুযোর্গ এর বিষয়ে সম্ভাব্য ক্ষতিগ্রস্থ  জনগোষ্ঠিকে সচেতন করা ।

খ) দুযোর্গকালীণ সময়ে জনগণকে নিরাপদ  স্থানে  সরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ  ।

গ) দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির  প্রতিবেদন প্রদান ও ক্ষয়ক্ষতির নিরিখে প্রাপ্ত সরকারী

     সহায়তা প্রদান । 

ঘ) এছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

১০।

ত্রাণ সহায়তা প্রদান

( সরকারী বরাদ্দ অনুযায়ী )

ক) জি,আর, ক্যাশ ও খাদ্যশস্য বিতরণ ।

খ) গৃহ নির্মাণ মন্জুরী প্রদাণ ।

গ) ঢেউ টিন বিতরণ ।

ঘ) শীত বস্ত্র ,শাড়ী, লুংগী  বিতরণ ।

ঙ)  বৈদেশিক ত্রাণ বিতরণ ।

১১।

ঝুঁকি হ্রাস কর্মসূচীর আওতায় ঋণ সহায়তা প্রদান

ক) সরকারী  নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও  ঋণ

     প্রদান।

খ) ঋণ আদায় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ।

১২।

যোগাযোগ/ অভিযোগ

 

ক) ডাকযোগেঃ-

     উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

     রাজবাড়ী সদর,রাজবাড়ী।